• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

৫ম দিনেও কর্মবিরতিতে  দাবি আদায়ে অনঢ় পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তারা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:৩৫ পিএম;
৫ম দিনেও কর্মবিরতিতে  দাবি আদায়ে অনঢ় পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তারা
৫ম দিনেও কর্মবিরতিতে  দাবি আদায়ে অনঢ় পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তারা

 .

বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনঢ় পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা।দাবি আদায়ে বৃহস্পতিবার ৫ম দিনেও কর্মবিরতি অব্যাহত রেখেছে পিরোজপুরের সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সারাদেশের ৮০ টি পল্লী বিদ্যুত সমিতির ৪০০০০ হাজার কর্মকর্তা কর্মচারীগন  বিআরইবি পল্লী বিদ্যুত সমিতির অফিন্ন সার্ভিস কোড বাস্তবায়নের পে স্কেল বাস্তবায়ন সরকার প্রদত্ত % প্রনোদনা সঠিক বাস্তবায়ন না করাসহ নানা বৈষম্য নিরসনে পিরোজপুর পল্লী বিদ্যুত সমিতির সকল কর্মকর্তা কর্মচারী গন অনির্দিষ্টকালের কর্মবিরতি ৫ম দিনের মত চলমান রয়েছে। পিরোজপুর পল্লী বিদ্যুত সমিতির সকল জোনাল সাব জোনাল অফিস থেকে আগত প্রায় ২০০ জন কর্মকর্তা কর্মচারীগন। .

 .

 .

বৃহস্পতিবারও সবগুলো পবিস এর সদর কার্যালয়ের সামনে বড় জমায়েত করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। একযোগে কর্মবিরতির কারনে সারাদেশে প্রান্তিক পর্যায়ে বিদ্যুৎ সেবায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশীরা।.

 .

জানা যায়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যকার বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা। তবে রবিবার থেকে আন্দোলনে গেলেও জরুরিভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখেছেন তাঁরা। বিদ্যুৎ সরবরাহ ছাড়া অন্যান্য দাপ্তরিক কাজ সকল ধরণের গ্রাহক সেবা অভিযোগ নিষ্পত্তি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে সারাদেশেই ভোগান্তিতে পড়েছেন পল্লী বিদ্যুতের অসংখ্য গ্রাহক।.

 .

আন্দোলনকারীরা জানান,পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দৈত্ব নীতির কারনে বিভিন্ন সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছে দেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা এবং কর্মচারী।দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবী, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়ে আসছে। বিআরইবির অদক্ষতা নিম্নমানের সামগ্রীর কারনে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন। বিদ্যমান বৈষম্যগুলো দুর করে বাপবিবো এবং পবিসএকই সার্ভিস কোড পরিচালনা করা,% প্রনোদনা জুলাই -২৩ হতে কাযকর,২০১৫ সালের পে- জুলাই -১৫ হতে সমধাপে কার্যকর, ৪০০ইউনিট বিদ্যুৎ বিল ভাতা, ২দিন সাপ্তাহিক ছুটি, নির্ধারিত কর্মঘন্টা, অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম/ডিষ্টারবেন্স এলাউন্স, চিকিৎসা ভাতা, অডিটের নামে হয়রানি না করা সহ সরকার প্রদত্ত সকল সুযোগ-সুবিধা বিআরইবির ন্যায় সমিতির বাস্তবায়ন চান তারা।.

 . .

ডে-নাইট-নিউজ / পিরেজপুর প্রতিনিধি :

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ